বিদ্যালয়টি মৌলভীবাজার সিলেট মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত পাশে আজমনি গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের পূর্ব পাশে মনু নদী বিদ্যমান। বিদ্যালয়ে ২টি পাকা ভবন ও ২টি আধা পাকা ভবন আছে। সম্মুখে একটি খেলার মাঠ আছে।
অত্র এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে তোলার লক্ষ্যে ১৯২১ইং সনে বিদ্যালয়ের শুভ সূচনা হয়েছিল। এলাকার হিন্দু মুসলিম সবাই মিলে পৃষ্ট পোষকতা করে আসছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম বব্রু ললিনী কান্ত ধর প্রতিষ্টাতা ছিলেন এবং তিনিই প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রাথমিক ভাবে দায়িত্ব পালন করেন। ১৯৬৪ইং প্রর্যন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রূপে বিদ্যমান ছিল। ১৯৬৫ইং সনে পূর্ণাঙ্গঁ উচ্চ বিদ্যালয় রূপে প্রতিষ্টিত হয়। এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোঃ খুরশেদ আলম বি.কম.বি.এড প্রায় ৩৪ বছর প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত আছেন। বিদ্যালটির উন্নয়নমুখী ভবিষৎ পরিকল্পনা রয়েছে।
শ্রেণীর নাম | ছাত্র | ছাত্রী | মোট |
১০ম | ৩৮ | ৫৮ | ৯৬ |
৯ম | ৩২ | ৪৮ | ৮০ |
৮ম | ৬০ | ৬৩ | ১২৩ |
৭ম | ৫৫ | ৯৮ | ১৫৩ |
৬ষ্ট | ৫৭ | ৮৩ | ১৪০ |
মোট | ২৪২ | ৩৫০ | ৫৯২ |
ক্রঃ নং | সদস্যের নাম | পদবী |
০১ | জনাব ফয়ছল আহমদ | সভাপতি |
০২ | জনাবআলাল আহমেদ | সদস্য |
০৩ | জনাবখলিছুর রহমান | সদস্য |
০৪ | জনাবআব্দুস শহিদ | সদস্য |
০৫ | জনাবমোঃ আনসার হেসেস | সদস্য |
০৬ | জনাবনিয়তি রানী দেব | সদস্য |
০৭ | জনাবমসলু আহমেদ | দাতা সদস্য |
০৮ | জনাবনজির আহমদ | শিক্ষানুরাগী |
০৯ | জনাবআব্দুল আহাদ | শিক্ষক প্রতিনিধি |
১০ | জনাবরাজ কুমার পাল | শিক্ষক প্রতিনিধি |
১১ | জনাবসামসুন নাহার বেগম | শিক্ষক প্রতিনিধি |
১২ | জনাবআবু সুফিয়ান | প্রধান শিক্ষক |
২০০৭-৪০.৯৮%
২০০৮-৩৬.৯৯%
২০০৯-৬১.৮৪%
২০১০-৫৯.৪৮%
২০১১-৭৩.১৫%
৫৪জনকে ১০০টাকা হারে প্রদান, ২৩ জনকে ১২০টাকা হারে, ৪১ জনকে ১৫০টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়।
বিগত পাবলিক পরিক্ষায় ৭৩.১৫% উত্তির্ন
বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ের লক্ষ্যে ভৌত অবকাটামো উন্নয়নের পাশাপাশি খেলাধূলার মান বৃদ্ধির জন্য খেলার মাঠের উন্নয়নের প্রতি কতৃপক্ষের সুদৃষ্টি রয়েছে।
৭ম | ৮ম | ৯ম | ১০ম |
বিদ্যুৎ দেব | ফারহা তোহা মিলি | কামরুল ইসলাম | প্রকাশ দেব |
কাওছার আহমদ | সাইম জান্নত তান্নি | জুবেল মিয়া | প্রিয়াংকা দেব |
অনুপ কুমার দেব | রূপা রানী দেব | নলুফা বেগম | সুমী আক্তার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস