Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

At a Glance

এক নজরে

 

  ক্রমিক নং

বিষয়

বর্ণনা

ক)

নাম-

৩নং কামালপুর ইউনিয়ন পরিষদ।

খ)

আয়তন-

১০বর্গ কি:মি:

গ)

লোকসংখ্যা:

১৫২৩৯জন

ঘ)

গ্রামের সংখ্যা:

৩৬টি

ঙ)

মৌজার সংখ্যা:

৮টি

চ)

হাট/বাজারের সংখ্যা-

৩টি

ছ)

উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা-

বাস, সিএনজি।

জ)

শিক্ষার হার:

৫৩.৭১%(২০০১ সালের আদমশুমারী অনুসারে)

ঝ)

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা-

১০টি

ঞ)

বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা-

২টি

ট)

উচ্চ বিদ্যালয়-

২টি নিম্ন মাধ্যমিক-১টি

ঠ)

জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র-

২টি

ড)

মাদ্রাসা-

৯টি

 

 স্থান :

 

ঢ)

দায়িত্বরত চেয়ারম্যান-

জনাব মো: ফয়ছল আহমদ

ন)

গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-

৩টি

ত)

ঐতিহাসিক পর্যটন স্থান-

২টি

থ)

ইউপি নতুন ভবন স্থাপিত কাল:

সাল ১৯৯৬-১৯৯৭ইং

দ)

নবগঠিত পরিষদের বিবরণ:

 

 

            শপথ গ্রহনের তারিখ:

১৭-৮-১১

 

            প্রথম সভার তারিখ:

১৭/০৮/১১

 

        মেয়াদ উত্তীর্নের তারিখ:

 

ধ)

গ্রাম সমূহের নাম

 

বাসুদেবশ্রী, উত্তর পৈলভাগ, খালিশ পুর, কর্মচিতা, ফাজিল পুর, ত্রৈলক্ষ্যবিজয়, সরাপুর, উমর পুর, উত্তর বাড়ন্তী, উত্তর নন্দিপুর, নালিহুরি, ত্রৈপতি, গয়ঘর, রায়পুর, গোয়ালগাও, মনতলা, কামালপুর, ইসলামপুর, আজমনি, সম্পাসী, আব্দালপুর, আইনপুর, দক্ষিন পৈলভাগ, সুনামপুর, দয়ালনগর, নন্দীপুর, পালকাপন, দক্ষিন বাড়ন্তী, দক্ষিন বাড়ন্তী ২, পাবিউড়া, চিন্তামনি, মাইজ বাড়ন্তী, রাধানগর, সর্ব নালিহুরী, পশ্চিম পৈলভাগ, আব্দা।

 

ইউনিয়ন পরিষদের জনবল

 

ন)

নির্বাচিত পরিষদ সদস্য:-

‌‌ ১৩জন

ণ)

ইউনিয় গ্রাম পুলিশ:-

 ১০

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ৩৬টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিতকামালপুর ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলানিয়ে তার আপন গতিতে চলমান। আবহমান বাংলার অপরূপ সৃষ্টি নদী মাতৃক আমাদের এইদেশে আরো একটি অন্যতম নদী মনু যার পাশ দিয়ে বয়ে গিয়েছে সেটি হলো আমাদের এই ইউনিয়ন পরিষদ। প্রাকৃতিক লীলাভূমির এই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার, মৌলভীবাজার সদর উপজেলায় এর অবস্থান। আমরা আছি আপনার পাশে সবসময় ছায়ার মতো।